আজগর সালেহী, ব্যুরোচীফ, চট্টগ্রাম।
রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে কাতারগামী ফ্লাইটে চড়ার আগমুহূর্তে ইমিগ্রেশন পুলিশের হাতে তিনি আটক হন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সাফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাত ১১টার দিকে তার গ্রেপ্তারের খবর পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
তথ্য অনুযায়ী, গত ৫ আগস্টের পর থেকে মোহাম্মদ ইউনুচের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানা, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এবং চট্টগ্রামের অন্যান্য থানায় একাধিক মামলা দায়ের হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
মোহাম্মদ ইউনুচ রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল গ্রামের বাসিন্দা ও মরহুম বাদশা মিয়ার ছেলে। তিনি পরপর দুই মেয়াদে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জুলাই বিপ্লবের সময় তাকে স্বশস্ত্র ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে অভিযুক্ত করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।