মোঃ সৈকত হোসেন ( নেত্রকোনা) প্রতিনিধি
সোয়াই নদী পুনঃখনন কাজের অসমাপ্ত অংশ পুনঃখননের বিষয়ে ৫ মার্চ বুধবার সকাল ১১ঃ০০ ঘটিকায় শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ মাঠে গণ শুনানি অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন যাবত শ্যামগঞ্জ বাসী গৌরীপুর ও পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে পাশে অবস্হিত সোয়াই নদীর অসমাপ্ত অংশ পুনঃখননের দাবিতে যৌক্তিক আন্দোলন করে আসছিল,তবে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড,পূর্বধলা ও গৌরীপুর উপজেলা প্রশাসনের অসহযোগিতার কারণে পুনঃখনন কাজ সম্ভব হয় নি। দীর্ঘদিনের অবহেলা ও অযৌক্তিক দেরির পর অবশেষে গণশুনানির মাধ্যমে নেত্রকোনা পানি বোর্ড,গৌরীপুর উপজেলা প্রশাসন,ও পূর্বধলা উপজেলা প্রশাসন সকল কাগজ পত্রের বৈধ্যতা দেখে অবশেষে ঘোষণা এসেছে আগামী ৩ কার্যদিবসের মধ্যে নদীর অবশিষ্ট অংশ পুনঃ খনন কাজ শুরু করতে হবে।
সকল কাগজ পত্রের বৈধ্যতা দেখে
গৌরীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা
এম সাজ্জাতুল হাসান তিনি তার বক্তব্যে বলেন,গৌরীপুরে এসে জানতে পারলাম নদীও চুরি হয়।
গণশুনানিতে উপস্হিত ছিলেন
নেত্রকোনা পানি বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান,গৌরীপুরের সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা,১১ নং গোহালাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পূর্বধলা উপজেলা বি এন পির যুগ্ম আহ্বায়ক ফকির মোঃ ছায়েদ আল মামুন,মোঃ আনোয়ার হোসেন খান সুপল্বব,সাবেক সহ সভাপতি ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল, শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ নুরুল ইসলাম,এম এ মনসুর খোকন আকন্দ সিনিয়র যুগ্ম আহ্বায়ক পূর্বধলা উপজেলা যুবদল,মোঃ আসাদুজ্জামান ডানো যুগ্ম আহ্বায়ক পূর্বধলা উপজেলা যুবদল,যুবদল নেতা রফিকুল ইসলাম তাং,মোঃ আল ইমরান সিনিয়র যুগ্ম আহ্বায়ক গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও সাবেক সহসভাপতি গৌরীপুর উপজেলা ছাত্রদল,মোঃ জানে আলম জনি সহসভাপতি নেত্রকোনা জেলা ছাত্রদল,মোঃ সালমান রহমান পল্লব আহ্বায়ক পূর্বধলা উপজেলা ছাত্রদল।
এছাড়া ও উপস্হিত ছিল শ্যামগঞ্জ বাসী,ছাত্র ছাত্রী,অবিভাবক,সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।