▫️মহিউল ইসলাম, উপজেলা প্রতিনিধি (তালা,সাতক্ষীরা)
মসজিদের মুসুল্লীদের কাছ থেকে জানা যায় কালিগঞ্জ উপজেলাধীন ধলবাড়িয়া ইউনিয়নের মিনহাজকাটি জামে মসজিদে পূর্বপুরুষদের রূহের মাগফিরাতের জন্য ইফতার মাহফিল এর আয়োজন করে মসজিদের উক্ত দিনের ইফতারদাতা বীর মুক্তিযোদ্ধা মৃত আবুল হোসেন গাজীর পুত্র জামায়াত কর্মী আব্দুর রহিম। ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেরার আলো ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির প্রিন্সিপাল আবু রাসেল আসকারী।
ইফতার মাহফিল চলাকালীন শেষ সময় এসে একই গ্রামের আব্দুর রশিদ মোড়লের পুত্র বিএনপি কর্মী ইয়াসিন ও মিন্টু মোড়লের পুত্র বিএনপি কর্মী শিশিরের নেতৃত্বে ৮/১০ জন এসে ইফতার মাহফিল বন্ধ করতে উদ্ধত হয় ও বিভিন্ন অশালীন মন্তব্য ও কথা বলতে থাকে। এক পর্যায়ে মসজিদের সাধারণ মুসল্লিরা বিএনপি কর্মীদের কথার প্রতিবাদ করলে সাধারণ মুসল্লি ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতি শুরু হয়। উভয় পক্ষের হাতাহাতি ও ধস্তাধস্তিতে ইফতার সামগ্রী নষ্ট হয় ও স্থানীয় সাধারণ মুসল্লিরা ইফতার না করে চলে যেতে থাকলে অত্র গ্রামের গ্রাম পুলিশসহ কয়েকজন তাদের নিভৃত করার চেষ্টা করলে বিএনপি কর্মীরা তাদের উপর চড়াও হয় এবং মারধর করে। এ সময় উল্লিখিত বিএনপি কর্মী ও তাদের সহযোগীরা উক্ত মসজিদের ইমাম ও এলাকার প্রবীণ আলেম মাওলানা আব্দুর রহমান ওসমানী সহ উপস্থিত মেহমানদের লাঞ্ছিত ও অপমানিত করে।
এ ঘটনায় বিএনপি কর্মীদের প্রতি এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং ইফতারির মত এমন ধর্মীয় অনুষ্ঠানে বাঁধা প্রদান ও হট্টগোল সৃষ্টি করায় এলাকায় ব্যাপক নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।