গাইবান্ধা জেলা প্রতিনিধ মোঃ আব্দুল ওয়াদুদ সরকার
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার আগুন নদীর উপরে ব্রিজ না থাকায় চরম দুর্ভোগ করেছে ১৫গ্রামের মানুষ এলাকাবাসীর সেচ্ছায় শ্রমদিয়ে কাঠের তৈরি সাঁকো করলেও সে সাঁকোটি এখন নড়বড়া হয়ে পড়েছে যা এখন যাতায়াতের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ।
এতে করে প্রতিদিন শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা পারাপারের জন্য খুবই দুর্ভোগ পোহাতে হয় । স্থানীয়রা জানান সাদুল্লাহপুর উপজেলার দামোদোপুর ইউনিয়নের চান্দের বাজারে এলাকার নদীর উপরে ব্রিজ না থাকাই দুই পাড়ার মানুষকে ঝুঁকিপূর্ণ সাকতে যাতায়াত করতে হয় ।
একপাশে দামোদর পুর ইউনিয়ন অন্যপাশের রসুলপুর ইউনিয়ন এখানকার রসুলপুর ভাঙ্গা মোড় কুটিপাড়া সোনাপাড়া ফকির পাড়ার মানুষ উপজেলায় হাট বাজার করে।
তাই এলাকাবাসীর আকুল আবেদন
সরকারের কাছে যে আমাদের দুঃখ দুর্দশার কথা ভেবে অতি শীঘ্রই একটি ব্রিজ নির্মাণ করে ১৫ গ্রামের মানুষের জন্য যাতায়াতের এটি সুব্যবস্থা করে দেবে ।