সাংবাদিক ফরিদ আহমেদ। হাইমচর উপজেলা।
হাইমচর উপজেলায় ঐতিহ্য বাহি শিক্ষা প্রতিষ্ঠান, হাইমচর সরকারি বালক উচ্ছবিদ্যয়ে অত্যান্ত মনরম পরিবেশে কোমলমতি ছাত্র দের মাঝে পুর্বের ন্যয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুস্ঠান আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়। বিদ্যালয় প্রাঙ্গনে অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্যান্ত বিচক্ষণ সু কৌশলী জনাব, উম্মে সালমা নাজনীন তৃষা উপজেলা নির্বাহী অফিসার, হাইমচর, চাঁদপুর।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব, মোহাম্মদ মোস্তফা কামাল স্যার ( উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাইমচর, চাঁদপুর।)
জনাব, মোহাম্মদ আহসানুলহক
সভাপতিত্বকরেন ঃ
প্রবীর নারায়ণ মজুমদার ( সম্মানিত প্রধান শিক্ষক হাইমচর সরকারি বালক উচ্ছ বিদ্যালয়।)
আয়োজনেঃ হাইমচর সরকারি বালক উচ্ছবিদ্যালয়।