1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড পলাশবাড়ী প্রেসক্লাবে মিথ্যা হয়রানি মামলার প্রতিবাদ। হাতিয়া উপজেলায় আওয়ামী লীগের নেতা বেলাল মেম্বার বিএনপিতে যোগ দান। তারাগঞ্জে বালুবাহী ড্রাম ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত বদরগঞ্জে বিএনপির কর্মী লাভলু মিয়া হত্যা মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় হতাশ তাঁর পরিবার সখিপুরে ১০ হাজার পিস ই*য়া*বা*স*হ হারুন নামের এক মাদক ব্যবসায়ী ডিবির হাতে গ্রে*ফ*তা*র ৫৪ বছরের সরকারগুলো নারীদের নিরাপত্তা ও সম্মান মর্যাদা দিতে পারেনি ডা. শফিকুর রহমান রংপুর জেলা তাঁতীদলের সুপার-৫ ইউনিট নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মতলবে মেঘনার তীর সংরক্ষণের ব্লক ধ্বসে পড়ায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ময়মনসিংহে চাকরির নামে প্রতারণা আনসার সদস্যসহ চক্রের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ- ভুক্তভোগীরা সর্বস্বান্ত। সরিষাবাড়ী’র ভাটারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মতলব উত্তরে মেঘনার ভাঙনে বিলীন ফসলি জমি-বাড়িঘর, হু’মকিতে ১০ গ্রাম

  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

 

মো: জিহাদ হোসেন
উপজেলা প্রতিনিধি মতলব উত্তর চাঁদপুর।

 

মেঘনার ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, স্থাপনা ও দোকানপাট। সম্প্রতি মতলব উত্তর উপজেলায় মেঘনার ভাঙনে উপজেলার বাগানবাড়ি, খাগুরিয়া, নবীপুর ও হাপানিয়া গ্রামের বেশ কিছু ঘরবাড়ি ও ফসলি খেত বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকিতে রয়েছে নদীর তীরঘেঁষা আরও ১০টি গ্রাম ও মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের মূল বেড়িবাঁধ।

স্থানীয় লোকজনের অ’ভিযোগ, বিষয়টি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষকে জানানোর পরও ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

উপজেলার বাগানবাড়ি, খাগুরিয়া, হাপানিয়া ও নবীপুর এলাকায় দেখা যায়, সেখানকার ৮০০ মিটার এলাকাজুড়ে মেঘনার ভাঙ’ন চলছে। মেঘনার ঢেউ ও স্রোতের আঘাতে সেখানকার বেশ কিছু ফসলি জমি, বাড়িঘর ও স্থাপনা নদীর গর্ভে বি’লীন হচ্ছে। তীর-সংলগ্ন বেশ কিছু গাছপালাও নদীগর্ভে চলে যাচ্ছে। কিছু বাসিন্দা ভাঙনের সম্ভাব্য ক্ষ’তি এড়াতে ঘরের মালামাল অন্য জায়গায় সরিয়ে নিয়েছেন।

ভাঙনের হুমকিতে রয়েছে কালীপুর, লালপুরসহ আরও অন্তত ১০টি গ্রাম। মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের মূল বেড়িবাঁধও রয়েছে ভাঙনের হুমকিতে। প্রতিদিন ভাঙনের তীব্রতা বাড়ায় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভাঙন রোধে পাউবোর কোনো উদ্যোগ চোখে পড়েনি।

খাগুরিয়া, হাপানিয়া, কালীপুর, নবীপুর ও বাগানবাড়ির অন্তত ১৫ জন বাসিন্দা বলেন, গত চার দিনে মেঘনার ভাঙন বেড়েছে। এ সময় তাঁদের এলাকার ৩ থেকে ৪ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ১৫ থেকে ১৬টি ঘরবাড়ি, ১টি সেতু, ১০টি দোকানপাট ও বিভিন্ন স্থাপনা মেঘনার পেটে চলে গেছে। ঘরবাড়ি ও জমি হারানোর আশঙ্কায় ঘুমহীন রাত কাটাচ্ছে ১০টি গ্রামের প্রায় ১০ হাজার বাসিন্দা।

বাগানবাড়ি এলাকার বিএনপি নেতা মিয়া মনজুর আমিন ওরফে স্বপন অভিযোগ করে বলেন, প্রায় প্রতিদিন তাঁর এলাকায় মেঘনার ভাঙনে কোনো না কোনো ঘরবাড়ি, ফসলি খেত ও স্থাপনা বিলীন হচ্ছে। ভাঙনের তীব্রতা বাড়ায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধও হু’মকির মুখে পড়েছে। বিষয়টি পাউবো কর্তৃপক্ষকে জানিয়েছেন। তাঁরা নির্বিকার।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চাঁদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী সেলিম সাহেদ বলেন, ভাঙনের এলাকাগুলো পরিদর্শন করেছেন। ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পাউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, মেঘনার ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়কে জানাবেন। ভাঙনকবলিত এলাকাগুলোও পরিদর্শন করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট