মোঃআজমির হাসান কর্ণফুলী উপজেলা প্রতিনিধি
গত ২৮.০২.২০২৫ ইং তারিখ রাত ৮ ঘটিটার সময় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিন কর্ণফুলীর উপজেলার পূর্নঙ্গ কমিটি ঘোশনা করা হয়।বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিন জেলার সভাপতি মোঃ সেলিম এর আয়োজনে ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয় এতে সভাপতি পদে বিজয়ী লাভ করেন মোঃ বাহার উদ্দিন, সাধারন সম্পাদক মোঃআবু তাহের তছলিম, সাংগঠনিক সম্পাদক মোঃশাজাহান, কার্যকারি সভাপতি মোঃ জিয়াউর রহমান মির্জা, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আজমির হাসান, সহ -সাধারন সম্পাদক মোঃ ইসমাইল,প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,অর্থ সম্পাদক মোঃইসমাইল, দপ্তর সম্পাদক মোঃএনামুল হক এনাম, স্বাস্থ বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন জুয়েল, মহিলা সম্পাদিকাঃমোছাঃঝর্না আক্তার মোট ৫১ বিশিস্ট কমিটি ঘোশনা করা হয়।এতে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ দক্ষিন জেলার সভাপতি মোঃ সেলিম বলেন নির্বাচনের মাধ্যমে যারা পদ পদবীতে আছেন তারা শ্রমিক অধিকার পরিষদ কর্ণফুলী উপজেলায় দলের আইন মেনে চলার জন্য ও একতা বদ্ধ হয়ে কাজ করতে বলেন। আরো বলেন যে কোন ধরনের আইগত কাজে তিনি সব সময় তাদের পাশে থাকবেন।