সম্পাদকীয়
গতকাল গাজীপুর সদর উপজেলার সিংগাতলী বিট এলার বেনু প্রজেক্ট সংলগ্নে মিশুক অটো রিক্সা ছিনতাই ও হত্যাকান্ডের গঠনায় জড়িত মিতুল ও মুর্শিদ নামীয় দুই ঘাতক কে গ্রেফতার করেছন RAB-1।
এ বিষয়ে নিহত ইয়াসিন রানা (২৬) এর পরিবারের সদস্য আত্নীয় স্বজন ও স্হানীয় এলাকাবাসী ন্যায় বিচার দাবি জানিয়ে বলেন ০১ দিনের মধ্যে ছিনতাইকারী সদস্য ঘাতক ০২( দুই) জনকে গ্রেফতার করায় আইন শৃঙ্খলা বাহিনীর উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মাত্র ০১দিনের মধ্যে ছিনতাইকারী ও হত্যাকান্ডের গঠনায় দুই ঘাতক আসামী কে গ্রেফতার করায় RAB-1কে ধন্যবাদ জানান গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব তাহের মুসল্লি, সাধারন সম্পাদক জনাব জয়নাল আবেদীন রিজবী, গাজীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ( দপ্তরের দ্বাইত্বে)ও ভাওয়ালগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আবু বকর সিদ্দিক, গাজীপুর জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জনাব ইসলাম উদ্দিন, গাজীপুর জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক জনাব আজিজুল হক সিনহা, ভাওয়ালগড় ইউনিয়নের ০১ নং যুবদলের সাধারন সম্পাদক মনজুরুল আলম মন্জু, কৃষক দল নেতা আবু সাঈদ সহ ভাওয়ালগড় ইউনিয়নের স্বরস্তরের জনগন।
এ সময় নেতৃবৃন্দরা বলেন পূর্বেও RAB-1 এর অভিযান ছিল চোখে দেখার মত ও প্রশংসনীয়। নীভিড় গোয়েন্দা দক্ষতা এবং আসামি গ্রেফতারে অগ্রভুমিকা আমাদের অগোসর নয়। তারা আর বলেন সব সময়ের ন্যায় এবারও প্রশংসার দাবীদার হয়ে উঠবেন বলে আমাদের আত্নবিশ্বাস
সেই সাথে গাজীপুর জেলা পুলিশের সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার লিপি রানী সিনহা, জয়দেবপুর থানার অফিসার ইনচাজ আঃ হালিম ও জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশ সহ জয়দেবপুর থানা পুলিশের প্রতিনিধি দল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।