কবীর আহমেদ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় সরিষাবাড়ী নূরানী বৃত্তি কল্যাণ সংস্থা'র উদ্যোগে ২০২৪ শিক্ষাবর্ষে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। ১ লা মার্চ (শনিবার) সকাল ১০ টায় উপজেলা শিল্পকলা একাডেমীতে এ পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী হাফেজিয়া মাদ্রাসা এ্যান্ড আলহেরা ইসলামী একাডেমীর মুহতামিম এবং উক্ত সংস্থার সভাপতি জনাব আলহাজ্ব হাফেজ মাওলানা সহিদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাৃবাদী যুবদলের আহবায়ক এ কে এম ফয়জুল কবীর তালুকদার (শাহীন)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মোজাম্মেল হক, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া, সরিষাবাড়ী আরডিএম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলী প্রমুখ।
উল্লেখ্য উক্ত সংস্থার অধীনে ১২ টি প্রতিষ্ঠানের মোট ৩৫২ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে ৩২ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও ১২৫ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হন। ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড অর্জনকারীদের ক্রেষ্ট, সার্টিফিকেট ও সম্মানী প্রদান করা হয়। আবার ৩২ জন ট্যালেন্টপুল অর্জনকারীদের মধ্য থেকে লটারীর মাধ্যমে ৫ টি প্রতিষ্ঠানের ৫ জনকে বাইসাইকেল উপহার প্রদান করা হয়।