সাংবাদিক ফরিদ আহমেদ। হাইমচর, উপজেলা।
আজ শুক্রবার জুমাবার হাইমচর, আলগী বাজার হাসপাতাল মসজিদে, আসরের সলাতের পর। হাসপাতালের মসজিদের গেইটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাইমচর উপজেলা সাখার উদ্যোগে, রমজান কেন্দ্রিক আলোচনা সমাপ্তির পর পর ই, রমজানের পবিত্রতা রক্ষা কর করতে হবে, দ্রব্যমুল্যের উগ্রগতি নিয়ন্ত্রণ, করতে হবে। লিল্লাহি তাকবির আল্লাহু আকবর স্লোগানে,স্লোগানে মুহুর্তের মধ্যে পুরো আলগীবাজার শতশত কর্মী সাধারন জন গন সহ কম্পিতহয়েছে আলগীবাজার সদর। মিছিলটি ছিলো চোখেপড়ারমত সু শৃংখল ভাবে সান্তিপুর্ন পরিবেশে আলগীবাজার হাসপাতালের নততুন ভবনের গেইটে এসে সমাপ্তিহয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর সম্মানিত আমির জনাব, আবুলহোসেন সাহেব, মোঃ জসিমউদদীন বাহার উপজেলা সেক্রেটারি। হাইমচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, শ্রমিক কল্যান ফেডারেশন সহ ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি, কর্মী, সহযোগী সকলকে স্বাগত যানিয়ে রমজানের পবিত্রতা রক্ষা করে সকলশ্রেনির মুসলিম জনতাকে জামাত বদ্ধ জীবনগঠনকরে চলার আহ্বান জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমির।