কবীর আহমেদ
সরিষাবাড়ী প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন, শ্বাসরুদ্ধ করে একজনকে হত্যা ও ফাঁসিতে ঝুলে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর, কামরাবাদের বড়বাড়ীয়া, পিংনার কাওয়ামারা এলাকায় এসব ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- পরমানন্দপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মমিনুল ইসলাম মমিন, বড়বাড়ীয়া গ্রামের পেঁচা মন্ডলের ছেলে মোস্তফা মন্ডল, কাওয়ামারা গ্রামের আসাদুল ইসলামের ছেলে ও মাদ্রাসা শিক্ষার্থী
পুলিশ ও স্থানীয়রা জানায়, ধনবাড়ি মুশুদ্দি এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মমিনুল ইসলাম মমিন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মমিন ও তার ছোটবোন ডোয়াইল ইউনিয়নে নানা বাড়ীতে বেড়াতে আসে। সন্ধ্যার পর রাতের খাবার খেয়ে নানার সঙ্গে মুশুদ্দি মাজার ওরস শরীফে বেড়াতে যায়। ওরস শরীফে বেড়ানোর সময় মুমিনকে হারিয়ে ফেলে নানা। পরে নানা তাকে অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে বাড়ী চলে যায়। বৃহস্পতিবার সকালে মমিনের মরদেহ ধানক্ষেতে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
অপরদিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া এলাকায় ধানক্ষেতে পানিসেচ দিতে গিয়ে সেচপাম্পের বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মোস্তফা মন্ডল (৪২) নামে এক কৃষক মারা যায়। নিহত কৃষক মোস্তফা মন্ডল উপজেলার কামরাবাদ ইউনিয়নের মৃত পেঁচা মন্ডলের ছেলে। পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়াও পিংনা ইউনিয়নের কাওয়ামারা পূর্বপাড়া গ্রামের আসাদুলের ছেলে মাদ্রাসা শিক্ষার্থী তামিম গলায় ফাঁস দিয়ে মারা গেছে।