মোঃ সৈকত হোসেন ( নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার পূর্বধলা থানার ১০ নং নারানন্দিয়া ইউনিয়নের
ভূগী জাওয়ানী গ্রামের পাকা
রাস্তা থেকে জাওয়ানী জামে মসজিদ হাফেজিয়া মার্দ্রাসা পর্যন্ত ১ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে ভূগি জাওয়ানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,অভিবাবক ও গ্রামবাসীদের উদ্যোগে ২৬ ফেব্রুয়ারী বুধবার ২০২৫ সকাল ১১:০০ ঘটিকার সময় স্কুলের সামনের রাস্তায় সারিবদ্ধভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়,ভূগি জাওয়ানী গ্রামে,ভূগি জাওয়ানী উচ্চ বিদ্যালয়,জাওয়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয়,জাওয়ানী কমিউনিটি ক্লিনিক,জাওয়ানী জামে মসজিদ,জাওয়ানী নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা অবস্হিত। পাকা রাস্তা থেকে নূরানী হাফেজিয়া মাদ্রাসার এই রাস্তা দিয়ে প্রায় প্রতিদিন দুই থেকে তিন হাজার মানুষের যাতায়ত।
দীর্ঘদিন যাবত এই ১ কিলোমিটার রাস্তা পাকা করণের দাবিতে শিক্ষক
,শিক্ষার্থী,অভিবাবক ও এলাকা বাসী এলাকার চেয়ারম্যান ও পূর্বধলা উপজেলার সাবেক ইউ এন মহোদয়ের সাথে বার বার যোগাযোগ করার পরও এই রাস্তা পাকা হয় নি।
জাওয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল আলম,ও জাওয়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন,আমাদের দুই স্কুলের ছাত্রছাত্রীরা যখন বর্ষাকালে স্কুলে আসে তখন তাদের শরীরের জামা পাকড় কাঁদা দিয়ে মাকানো থাকে। আমাদের স্কুলের সামনের রাস্তাটি কাঁচা হওয়াই আর বর্ষাকালে এই রাস্তা দিয়ে হেনটলি,লড়ি গাড়ি সহ বিভিন্ন যান বাহন চলাচল করায় রাস্তায় গর্তের সৃষ্টি হয়,যার ফলে পানি আটকে থাকে আর কাঁদার সৃষ্টি হয়,ফলে ছাত্রছাত্রী সহ এলাকাবাসী সকলে ভোগান্তির শিকার হয়।
ভূগি জাওয়ানী গ্রামের কৃতি সন্তান,ময়মনসিংহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মোহাম্মদ এমদাদ উল্লাহ খান "দৈনিক দিনকালের" পূর্বধলার প্রতিনিধি মোঃ আল ইমরানকে দেওয়া সাক্ষাৎকারে বলেন,দীর্ঘদিন যাবত শিক্ষক,শিক্ষার্থী,অভিবাবক ও গ্রামবাসীগণ এই কাঁচা রাস্তার জন্য ভোগান্তির শিকার হচ্ছে।
তাই আমরা গ্রামবাসী চাই সামনে বর্ষার আগে এই ১ কিলোমিটার কাঁচা রাস্তা দ্রুত পাকা করণের জন্য পূর্বধলা উপজেলার ইউ এন ও মহোদয় ও নেত্রকোনা জেলার ডিসি মহোদয় যথাযথ দ্রুত পদক্ষেপ নিবেন।