কবিতার লেখক,
মোঃ আবিদ হাসান-জেলা প্রতিনিধি,পাবনা।
সহ সাধারণ সম্পাদক
সাবেক ভারপ্রাপ্ত সাংস্কৃতিক সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
পাবনা জেলা শাখা।
মোরা নির্ভিক,মোরা গর্বিত
সদা জাগ্রত ছাত্রদল।
মোরা হাসি খুশি,মোরা সাহসী
মোরা জিয়ার বেশে প্রানোচঞ্চল।
মোরা আশ্বাস,মোরা বিশ্বাস
চির অম্লান মোরাই ইতিহাস।
মোরা সত্যের লড়াইয়ে বীরবল
মোরা করিনা ভয়,করিনা ছল।
বীরের বেশে,জিয়ার দেশে
মোরা জাতির প্রিয় ছাত্রদল।
মোদের আছে দেশ গড়ার নিষ্ঠা
মোরা নই অযোগ্য বৃথা চেষ্টা।
মোরা সোচ্চার জিয়ার কর্মে,
মোরা নিরাপদ দেশ বাচানোর ধর্মে।
মোরা নির্মূল করি শত অঘটন,
মোরা শান্তির পথে সদা জাগ্রত ছাত্রদল।
উৎসর্গ,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক এবং বর্তমান সকল নেতাকর্মীদের।