মোঃ শামসুজ্জামান রিয়াদ উপজেলা প্রতিনিধি বদরগঞ্জ রংপুর,রংপুর
রংপুরের বদরগঞ্জে ৯ নম্বর দামোদরপুর ইউনিয়ন কালিরহাট কামারের ডাঙ্গা ভুট্টা খেতে এক নারীর লাশ দেখতে পায় স্থানীয় মোঃ হবিবর রহমান তার থেকে জানা যায় তার সোলার পাম্পে যাওয়ার সময় ভুট্টা খেতে অজ্ঞাত এক অর্ধ পোরা নারীর লাশ দেখতে পায় তিনি সঙ্গে সঙ্গে এলাকাবাসীকে জানালে এলাকাবাসী ৯৯৯ কল করে জানালে বদরগঞ্জ থানা পুলিশ ও রংপুর সিআইডি এসে লাশের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে জানা যায় উক্ত নারীর নাম শান্তা পিতাঃ মোঃ আলম ,মাতা মোছাঃ ফরিদা বেগম, মিরপুর পল্লবী ঢাকা
স্থানীয় সূত্রে জানা যায় রংপুর বদরগঞ্জের ৬নং রাধানগর মাদারগঞ্জ বটের তলের মৃত্যু রুবেলের স্ত্রী ছিলেন
কে বা কারা কি জন্য তাকে হত্যা করেছে এখন পর্যন্ত কোন তথ্য নিশ্চিত হওয়া যায়নি তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে ও কেরোসিন তেল দিয়ে লাশ পুড়িয়ে দিয়েছে
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মোঃ আতিকুর সাহেবের সঙ্গে এ বিষয়ে জানতে চাইলে তার পক্ষ থেকে বলা হয় লাশের সুরতহাল এর জন্য পটানো হয়েছে রিপোর্টে না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না ও হত্যার ঘটনা উদঘাটনের জন্য চেষ্টা চালানো হচ্ছে ও অভিযান অব্যাহত আছে