1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড রংপুর জেলা তাঁতীদলের সুপার-৫ ইউনিট নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মতলবে মেঘনার তীর সংরক্ষণের ব্লক ধ্বসে পড়ায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ময়মনসিংহে চাকরির নামে প্রতারণা আনসার সদস্যসহ চক্রের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ- ভুক্তভোগীরা সর্বস্বান্ত। সরিষাবাড়ী’র ভাটারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রামদায়ের কোপে সাবেক সেনা সদস্য – রক্তাক্ত জখম নোয়াখালী হাতিয়ায় আওয়ামীলীগ নেতাদের অর্থের বিনিময়ে বিএনপিতে যোগদান গোমস্তাপুরে “সুজন- সুনাগরিকের জন্য নাগরিক ” সংগঠন এর আলোচনা ও দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত। ঝিনাইদহ ডাকবাংলা আঃ রউফ ডিগ্রি কলেজের মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন মতলব উত্তর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত ১৫ ঘন্টা পর চকবাজারে নিখোঁজ শিশু উদ্ধার।

গোহালাকান্দা পরিষদে গ্রাম আদালত বিষয়ক “কমিউনিটি মত বিনিময় সভা” অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

 

মোঃ সৈকত হোসেন (নেত্রকোনা) প্রতিনিধি

 

নেত্রকোনার পূর্বধলা  উপজেলার ১১ নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক “কমিউনিটি মত বিনিময় সভা” এবং ভিডিও প্রদর্শনী সেমিনার অনুষ্ঠিত হয়। ১১ নং গোহালাকান্দা  ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান  মোঃ আনোয়ার হোসেন ফজল এর সভাপতিত্বে গত ২০ ফেব্রুয়ারী ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার গোহালাকান্দা  ইউনিয়ন পরিষদ ভবনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন ১১ নং গোহালাকান্দা  ইউনিয়ন পরিষদের  প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিনুল হক,এবং পরিষদের সকল সদস্যবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন এম, আর মাসুম,সংসদ সদস্য প্রার্থী নেত্রকোনা -৫ পূর্বধলা,শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আল ইমরান,সহসভাপতি মোঃ জানে আলম জনি,সহসভাপতি মোঃ আঃরব দুুদু,কোষাধ্যক্ষ মোঃ সাখাওয়াত হোসেন মামুন,সাংগঠনিক সম্পাদক মো হৃদয় এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার জনগণ, সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

গ্রাম আদালত সক্রিয়করন প্রকল্প পর্যায় ০৩ ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়নের সহয়তা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, বিচারিক প্রক্রিয়া ও এর সুবিধাসমূহ সম্পর্কে আলোচনা করেন। উপজেলা কো-অর্ডিনেটর মোঃবদিউজ্জামান বাদল তার বক্তব্যে গ্রাম আদালতের ধারণাগুলো সুস্পষ্ট ভাবে তুলে ধরে সচেতনা মূলক দিক নির্দেশনা দেন। তিনি বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে তিন লাখ টাকা পর্যন্ত ফৌজদারি ও দেওয়ানি মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব। এটি গ্রামের সাধারণ মানুষের জন্য সহজ, সাশ্রয়ী ও কার্যকর একটি বিচার ব্যবস্থা । সকলের উচিত এই সেবার সুযোগ গ্রহণ করে আইনি জটিলতা দ্রুত সমাধান করা।”
আলোচনা শেষে গ্রাম আদালতের বিষয়ে সচেতনতা মূলক ভিডিও প্রদর্শনী করা হয়।

মোঃ আনোয়ার হোসেন ফজল বলেন,গোহালাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার পর থেকে পূর্বধলা থানার মধ্যে সর্বোচ্চ গ্রাম আদালত কার্যক্রম আমাদের পরিষদে হয়,আমার ইউনিয়নের মানুষ যাতে সহজে তাদের পারিবারিক থেকে সকল সামাজিক সমস্যা থানায় বা কোর্টে না গিয়ে পরিষদে এসে দ্রুত সময়ে সমাধান করতে পারে সেজন্য প্রতিনিয়ত গ্রাম আদালত কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
প্রত্যেকটি পরিষদে এ কার্যক্রম পরিচালনা করা দরকার। যাতে গ্রামের মানুষকে থানায় বা কোর্টে না যেতে হয়।

গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনমুখী করতে তিনি আরও  বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এলাকায় সাধারণ মানুষ জানান বর্তমান  ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আমাদের জন্য দিনরাত পরিশ্রম করে  এলাকায় উন্নয়ন করার জন্য চেষ্টা করে। বর্তমান  চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ  বসার পর থেকে কোনো বিচার, দরবার, জন্ম নিবন্ধন, যে কোনো কাজকে সহজ ও সুন্দর ভাবে  সমাধান করে দেন। আমরা যেনো সময়   সাহায্যে বা সহযোগিতা চাইলে সব সময় আমাদের কে হেল্প করেন। বর্তমান আমাদের চেয়ারম্যান মানবতা ফেরিওলা  চেয়ারম্যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট