কবীর আহমেদ
সরিষাবাড়ী প্রতিনিধি
: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগান কে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে প্রায় দুই মাসব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সমাপনী তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই তারুণ্য মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন। এতে থাকে পিঠা উৎসব, লোক ও কারু শিল্প মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী উপজেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। এই মেলার উদ্বোধন ও সমাপনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, মৎস্য সিনিয়র কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আকুল মিয়া প্রমুখ।
এছাড়াও উপজেলা সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক অঙ্গনে বিভিন্ন ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।