কাওসার আলী
গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও প্রভাষকের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় ১৯ ফেব্রুয়ারি ( ২০২৫)রহনপুর মহিলা কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এই বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র কলেজের অধ্যক্ষ আজিজুর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলি। এসময় বক্তব্য রাখেন অত্র কলেজের পরিচালনা কমিটির সদস্য মতিউর রহমান, এবং দুইজন বিদায়ী সহকারি অধ্যাপক (ভূগোল ও পরিবেশ বিভাগ) রিজিয়া খাতুন, প্রভাষক (ইতিহাস বিভাগ) মাইনুল আহসান হবীব। আলোচনা শেষ অশ্রুসিক্ত নয়নে অবসরজনিত বিদায়ী সহকারী অধ্যাপক (ভূগোল ও পরিবেশ বিভাগ) রিজিয়া খাতুন ও প্রভাষক (ইতিহাস বিভাগ) মাইনুল আহসান হাবীব,
কে শুভেচ্ছা স্মারক ও অন্যান্য উপহার তুলে দেওয়া হয়। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব, কলেজের সহকারী অধ্যাপক ও প্রভাষক, স্থানীয় গণমাধ্যম কর্মী সহ কলেজের শিক্ষার্থীরা