মোঃরাসেল উপজেলা প্রতিনিদি
১৫ ফেব্রুয়ারি ২০২৫ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবানের রুমা উপজেলার দুর্গম ঝিঝিহিল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুকি চিন সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কেএনএ এর সশস্ত্র সন্ত্রাসীরা গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে, উক্ত স্থানে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী কেএনএ সন্ত্রাসীদের ব্যবহৃত দুটি পানি সংগ্রহের স্থান এবং আস্তানার নিরাপত্তার জন্য স্থাপনকৃত বিভিন্ন প্রতিবন্ধক এবং ফাঁদ ধ্বংস করে।
উল্লেখ্য, বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে কেএনএ সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চলমান রয়েছে।