সাংবাদিক, ফরিদ আহমেদ। হাইমচর উপজেলা।
হাইমচরে নবীন সমাজকল্যান পরিষদের উদ্যোগে, কেভিএন উচ্চবিদ্যালয়ের হলরুমে ছাত্র / ছাত্রী দের হাতে আত্ম ঘাতি নেসা, দ্রব্যের, মোবাইল ফোনের অপ ব্যবহার থেকে ফিরিয়ে আনতে এক যুগান্তকারী পদক্ষেপ নিলেন এই সামাজিক সংগঠনটি পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব, সংবিধান, কুরআনুলকারিম। হাতে তুলেদিলেন। শিক্ষা প্রতিষ্ঠানে এমন চমৎকার উদ্যোগের প্রশংসা করেছেন শিক্ষক, শিক্ষার্থি সহ অভিবাবকগন। মহতি প্রোগ্রামে উপস্থিত ছিলেন নবীন সমাজ কল্যান পরিষদের দায়িত্বশীল গন সহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা সাখা সেক্রেটারি জনাব, জসিমউদদীন বাহার । আরো ছিলেন হাইমচরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষানুরাগী, সমাজ কর্মী , সমাজ সেবক বৃন্দগন। মাদক নয়, অশ্রনয়, দূর্নীতি নয়,। শিক্ষার্থিরা কুরআন দিয়ে জীবন গঠন করতেহয়। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই শ্লোগানে মুখরিত হঔক বাংলাদেশ।