মোঃআজমির হাসান কর্ণফুলী উপজেলা প্রতিনিধি
কর্ণফুলী শিকলবাহা মাজার গেট গ্যাস পাম্পের সামনে মঙ্গলবার রাত আনুবামিন ৯:৩০ মিনিট এক বৃদ্ধ মহিলাকে গাড়ি চাপা দিয়ে চলে মহিলার অবস্থা আশংকা জনক মাথায় আগাত ও বাম হাত পুরোটাই ভেঙ্গে যায় আশে পাশে স্থায়ীও সবাই এসে রাস্তার মাঝখান থেকে শরিয়ে রাস্তার পাশে নিয়ে যায়, কর্ণফুলী থানায় ফোন দেওয়ার পরে এক পুলিশ টিক সাথে সাথে ঘটনা স্থলে আসেন মোঃ নাজমুল হাসান এস আই এবং শ্রমিক অধিকার পরিষদ কর্ণফুলী উপজেলার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃমোঃআজমির হাসান, পুলিশ,সাধারন মানুষ ও শ্রমিক অধিকার পরিষদ সবাই মিলে একটি সিএনজি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় ঘটনা স্থল পরির্দশন করে যানা যায় রাস্তে পুরো পুরি অন্ধ কার হয়ে ছিলো কখন যে গাড়ি চাপা দিয়ে চলে গেছে তা কেউ বলতে পাড়ে নাই। রাস্তার মাঝখানে মহিলাকে পড়ে দেখতে গেলে সাধারন মানুষ এগিয়ে আসে। এবং শ্রমিক অধিকার পরিষদ কর্ণফুলী উপজেলার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বলেন আসে পাশে সিসি ক্যামেরা দেখে কিছু পাওয়া যায় কিনা যে বিষয়ে কর্ণফুলী এস আই নাজমুলকে তদন্ত করার জন্য জানানো হয়েছে কর্ণফুলী থানার এসআই নিজের পকেট থেকে গাড়ী ভাড়া ও চিকিৎসা খরচ বহন করেন ও তিনি বলেন ঘটনাটি তদন্ত করে দেখবে কোন কিছু পাওয়া যায় কিনা পাওয়া গেলে আইন অনুযায়ী শাস্তি ব্যবস্থা করবেন। মহিলাটির কোন ধরনের পরিচয় এখনো পাওয়া যায় নায়।