হবিগঞ্জ প্রতিনিধিঃ মোঃশাহ আলম।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা। বিকাল ৪ ঘটিকার সময় কোর্ট স্টেশন মসজিদের সামনে একটি সমাবেশের আয়োজন করে। সমাবেশ উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর হবিগঞ্জ জেলার আমির জনাব কাজী মোখলেসুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ হোসাইন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানান। বক্তারা বলেন, যদি এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারীদেন। সমাবেশ শেষে কোট স্টেশন মসজিদ থেকে শুরু করে খোয়াই ব্রিজে গিয়ে মিছিলটি শেষ হয়।