আজগর সালেহী, ব্যুরোচীফ চট্টগ্রাম।
রাউজান প্রতিনিধি : রাউজানের কসাই নামে পরিচিত সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী জুনু ও তার পুত্র ফারাজ করিম চৌধুরী ওরফে বিকাশ ফারাজের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলা শাখা।
রাউজান ছাত্র প্রতিনিধিবৃন্দ ও ১৬ বছরের নির্যাতিত সাধারণ মানুষের অংশগ্রহণে রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জলিল নগর বাস স্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জুলাই গণহত্যার সময় চট্টগ্রামে সর্বোচ্চ অস্ত্র ও সন্ত্রাসী বাহিনীর যোগানদাতা ছিলেন ফজলে করিম ও তার পুত্র ফারাজ করিম। তারা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত, অসংখ্য গুম, খুন ও ধর্ষণের অন্যতম আসামি। বক্তারা রাউজানের ভূমিদস্যু ও আয়নাঘরের কারিগর ফজলে করিমের ফাঁসি এবং তার পুত্র ফারাজ করিমের গ্রেপ্তার পূর্বক ফাঁসি কার্যকর করার দাবি জানান।
তারা আরও বলেন, গত ১৬ বছরে রাউজানকে মিনি হিন্দুস্তানে পরিণত করা হয়েছিল। বাইরের মানুষ রাউজানকে ‘ইন্ডিয়া’ বলে সম্বোধন করত। ফজলে করিম ও তার পুত্রের একক আধিপত্য এতটাই ছিল যে, এখানে আইন, সরকার ও প্রশাসন তাদের হাতে নিয়ন্ত্রিত ছিল।
এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এতে একাত্মতা প্রকাশ করেন।
সমাবেশে ১৫-১৬ বছরের নির্যাতনের কথা তুলে ধরে ফজলে করিমের ফাঁসির দাবি জানান ভুক্তভোগীরা। পরে ফজলে করিমের কুশপুত্তলিকা দাহ করা হয় এবং রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন ছাত্র প্রতিনিধিরা।