মোহাম্মদ আলমগীর
টেকনাফ উপজেলায় অবস্থিত রাবিতাতুল মাদারিস আল ইসলামিয়া কক্সবাজার (কওমি মাদ্রাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের) প্রদান কার্যালয় পরিদর্শন করেন মাননীয় ধর্ম উপদেষ্টা পরিদর্শন শেষে উপদেষ্টা কে সম্মাননা স্মারক প্রদান করা হয় সম্মাননা স্মারক প্রদান করেন আঞ্চলিক শিক্ষা বোর্ডের মাননীয় পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা নজিরুল ইসলাম (নজরুল খালভী), উপস্থিত ছিলেন টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষকবৃন্দ ৷
পরিদর্শনের শেষ করে যোগদান করেন টেকনাফ উপজেলার সদর ইউনিয়নে ছোট হাবিব পাড়া ইসলামী যুব ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা আল্লামা ডক্টর আ ফ ম খালেদ হোসেন তিনি তার বক্তব্যের শুরুতে কুরআনুল কারীমের সূরা মু'মিনুনের কয়েকটি আয়াত তিলাওয়াত করে বলেন মানুষের সফলতার জন্য ৬টি কাজ করা অত্যন্ত প্রয়োজন ৷ যে মানুষ এই ছটি কাজ করল তারা সফল হল৷(১) তাকওয়ার সহিত নামাজ আদায় করা মানুষ যখন নামাজী হয় তখন সমাজ থেকে খুন দর্ষন অপহরণ ঘুষ সবকিছু বন্ধ হয়ে যাবে (২) যে সমস্ত লোকেরা বাজে কথা ছেড়ে দিল (৩) যারা যাকাত আদায় করা উপদেষ্টা বলেন গুটা বাংলাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে ১১ কোটি টাকার উপরে সরকারের পক্ষ থেকে যাকাত আদায় করা হবে ৷ (৪) যিনা ব্যভিতার থেকে বিরত থাকা (৫) যারা আমানত রক্ষা করে (৬) যারা ওয়াদা রক্ষা করে মানুষ জান্নাতে প্রবেশ করবে ৷ এছাড়া অন্য কেউ কিয়ামতের ময়দানে কোনদিন সফলতা পাবেন না ৷
উক্ত মাহফিলের
সভাপতিত্ব করেন টেকনাফ আল জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মহাপরিচালক ও শাইখুল হাদিস আল্লামা মুফতি কিফায়তুল্লাহ শফিক ৷ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক কুয়াকাটা