মো: সৈকত হোসেন (নেত্রকোনা) প্রতিনিধি
১৫ ই ফেব্রুয়ারী ২০২৫ ইং রোজ শনিবার বিকাল ৪ টা সময় নেত্রকোনা, পূর্বধলা উপজেলায় ১২ নং বৈরাটি ইউনিয়নের মইমা বাজারে যুবদলের মতবিনিময় সভা আয়োজিত করা হয়।
প্রধান অতিথি ছিলেন, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ হল শাখা,জাতীয়তা বাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়,
কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক নেত্রকোনা জেলা বিএনপি সম্মানিত সদস্য । নেত্রকোনা ১৬১পূর্বধলা- ৫ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার পূর্বধলার মাটি ও মানুষের ডাইনামিক নেতা এ, এস, এম শহীদুল্লাহ ইমরান।
তিনি বলেন দুসময়ে আমরা ছিলাম আছি থাকবো আর বলেন বি এন পি ৬০ লক্ষ মানুষকে মামলা হামলা দিয়ে হয়য়ানি করে থাকেন আওয়ামিলীগ। আর বি এন পি কোনো নেতা কর্মী যদি অন্যয় কাজ করে থাকে তাদেরকে বি এন পি মধ্যে কোনো জায়গা দেওয়া হবে না। আরো বলেন বি এন পি নামে যারা চাঁদাবাজি বা অন্যয় করে তাদেরকে কখনও কোনো সময় স্হান দেওয়া হবে না। তিনি আরো বলেন কোনো বি এন পি নেতা কর্মী কে যদি কেও বা কোনো ব্যক্তি হয়রানি করে থাকেন তাকে কখনও ছাড়া দেওয়া হবে না। তিনি বলেন আমি ছাত্র জীবন থেকে রাজনৈতিক করে আসছি কেউ আমাকে বা আমার দলের মানুষকে ভয় বা হুমকি দিবে তাকে কখনও ছাড় দেওয়া হবে না। দলের পক্ষে একজনের বিপক্ষে আরেক জন ক্ষতি করতে চান তারা কখনও বিএনপি নেতা কর্মী না।অন্যয় অত্যাছাড় কাজ করে থাকলে কেউ বিএনপি করতে পারবে না এই দেশটাকে অনেক ক্ষয় ক্ষতি করে আসলো আওয়ামীলীগ নেতা কর্মীরা।
বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলার যুব দলের যুগ্ম আহবায়ক আসসাদুল জামান( ডানো)।
তিনি বলেন দুসময়ে আমরা ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতে থাকবো। আমার নেতা শহীদুল্লাহ্ ইমরান ভাইয়ের ডাকে আমরা পূর্বধলা উপজেলা যুবদল সবসময় ঐক্যবদ্ধ। যেকোনো লড়াই সংগ্রামে আমরা দেশের জন্য আমরা লড়ে যাবো৷ আর যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের বলে রাখি, সাবধান হয়ে যান আপনাদের আর কোনো ছাড় দেওয়া হবে না। এখনো সময় আছে সঠিক পথে চলে আসুন।”
বক্তব্য রাখেন রুকুনুর জামান রুক্কু নারান্দিয়া ইউনিয়ন ।
আবদুল আজিজ সাবেক যুবদলের যুগ্ম আহবায়ক পূর্বধলার থানা কমিটি। আরও স্থানীয় মানুষ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।