মোঃ খসরুজ্জামান কবীর
মধ্যনগর উপজেলা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের অন্তর্গত ঐতিবাহী জলুষা নূরে মদিনা নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ১৫ তম ইসলামী মহাসম্মেলন গত ১৫/০২/২০২৫ ইং তারিখে রোজ শনিবার দিবাগত রাতে এক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন,
হযরত মাওলানা আবুল কাশেম সাহেব ( নেত্রকোনা )
সহ-সভাপতি ছিলেন হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব সভাপতি হেফাজতে ইসলাম মধ্যনগর উপজেলা শাখা ও হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব সাধারণ সম্পাদক হেফাজতে ইসলাম মধ্যনগর উপজেলা শাখা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন হযরত মাওলানা মুফতী আলী হাসান উসামা সাহেব ( ঢাকা )
আমন্ত্রিত উলামায়ে কেরাম ছিলেন হযরত মাওলানা জুবায়ের আহমেদ ( সিলেট )
হযরত মাওলানা আবুল হাসান আখন্জী ( মধ্যনগর ) ও
হযরত মাওলানা আবুল হাসান ফয়সাল ( মোহনগঞ্জ )
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ নূরুজ্জামান বিশিষ্ট ব্যবসায়ী ( জলুষা ) মোঃ ওয়াসিম আকন্দ
শিক্ষক জলুষা নূরে মদিনা নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা।
ও মোঃ তারিকুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ( জনতা বাজার )
অনুষ্ঠানটির সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ছিলেন মধ্যনগর থানা পুলিশ এস আই আসাদুর রহমান ও উনার সঙ্গীয় ফোর্স।
দাওয়াত ক্রমে ছিলেন
হযরত মাওলানা নূর হোসাইন সাহেব
মুহতামিম জলুষা নূরে মদিনা নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা।