হাতিয়া উপজেলা প্রতিনিধি মোঃ শাহেদ উদ্দিন।
দীর্ঘ বছর ধরে দুঃখে কষ্টে দিন পার করছেন হাতিয়া উপজেলার জনগণ। তাই হাতিয়া উপজেলার গণ মানুষের একটাই দাবী নদী ভাঙ্গন রোধ করা হোক। এবং নদী ভাঙ্গন রোধের জন্য ব্লক চাই। যেমন ৩নং সুখচর ইউনিয়ন। নলচিরা ইউনিয়ন।চরকিং ইউনিয়নের বাসিন্দারা খুব কষ্টে দিন পার করছেন এবং হাজার হাজার মানুষ এখন বেড়ীবাঁধের উপর এবং পাসে জীবন যাপন করেন। তাই হাতিয়া উপজেলার জনগণ ব্লক চাই। হাতিয়া উপজেলা একটা দ্বীপ। এই দ্বীপ রক্ষা করার জন্য জনাব আব্দুল হান্নান মাসুদ ভাইয়ের সহযোগিতা কামনা চায়। হাতিয়া উপজেলার সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলী ১৫ বছর ক্ষমতায় ছিলেন। ওনার কাছে বার বার হাতিয়ার সাধারণ জনগণ দরখাস্ত দিয়েছেন এবং ওনাকে সশরীরে উপস্থিত করা হয়েছে। কিন্তু তবুও ওনি ব্লকের কাজ করেননি এই অভিযোগ করেছেন হাতিয়ার জনগণ। তাই হাতিয়া উপজেলার জনগণ এখন চাওয়া পাওয়া আশা ভরসা সব কিছু যেন জনাব আব্দুল হান্নান মাসুদ ভাইয়ের কাছে। এবং হাতিয়ার জনগণ বলেছেন যে। জনাব আব্দুল হান্নান মাসুদ ভাই চাইলে সব কিছু সম্ভব।