মো রাসেল, লামা উপজেলা প্রতিনিধি
লামা উপজেলা পরিষদ মিলনায়তে স্থানীয়দের নিয়ে বসন্ত বরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। বিভিন্ন সংগঠনের আসা পিঠা উৎসবের স্টল সমূহ উদ্বোধন করেন জনাব মোঃ মাঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, লামা। পিঠা মেলার আয়োজক উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর
এন.জেড. একতা মহিলা সমিতি
গ্রাউস (গ্রাম উন্নয় সংগঠন)
তথ্যআপা জীনামেজু অনাথ আশ্রম
আগাপে তহ্জিংডং ও অরণ্যক ফাউন্ডেশন, লামা।