মোঃসৈকত হোসেন (নেত্রকোনা) প্রতিনিধি
শবে বরাত ফারসি ভাষার শব্দ।”শব”অর্থ রাতএবং শবে বরাত অর্থ মুক্তি,শান্তি,সৌভাগ্য।আরবিতে একে বলে লাইলাতুল বরাত,সৌভাগ্য রজনী।হাদিসের ভাষ্য অনুযায়ী মহান আল্লাহ এ রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন ও জাহান্নাম থেকে মুক্তি দেন।
এ রাতে বিশ্বের সকল মুসলিম ইবাদত বন্দেগী করেন।
আজকে ১৪ ফেব্রুয়ারী২০২৫ শুক্রবারে দিবাগত রাতে লাইলাতুল শবে বরাত।
পূর্বধলা বাসীসহ বিশ্বের সকল মানুষকে শবে বরাতের শুভেচ্ছা জানিয়েছেন নেত্রকোনা জেলা বি এন পির সম্মানিত সদস্য,সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ হল শাখা,জাতীয়তা বাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়,
কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক ১৬১নেত্রকোনা,পূর্বধলা- ৫ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার পূর্বধলার মাটি ও মানুষের ডাইনামিক নেতা এ, এস, এম শহীদুল্লাহ ইমরান।
তিনি বলেন,শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবে বরাত। এ উপলক্ষে আমি পূর্বধলা বাসীসহ বিশ্বের সকল মানুষের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।
বরাত অর্থ নাজাত বা মুক্তি, তাই শবে বরাতের রাতের গুরুত্ব অপরিসীম। এ রাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশী। এ মহান রাতে আল্লাহ পাক তার সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। আর এ কারণেই এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর সান্নিধ্য লাভের প্রত্যাশায় নিজেদের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহ’র কাছে ক্ষমা প্রার্থনা করে। নি:সন্দেহে এই রাত ফজিলতপূর্ণ। আল্লাহ পাক এই রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন। সকল অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে পরিত্রাণ পেতে আল্লাহ’র কাছে প্রার্থনা করেন এবং মহান রাব্বুল আলামীন অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন। আমরা সবাই সহিংসতা, রক্তপাত, হিংসা, বিদ্বেষ পরিহার করে মানব জাতির বৃহত্তর কল্যাণে নিজেদের নিবেদিত রাখবো, মহিমান্বিত রাতে আমাদের এই নিবেদন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামীন কবুল করবেন।
আমি পবিত্র শবে বরাতের এই রজনীতে পূর্বধলা বাসীসহ বিশ্বের সকল মানুষের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করছি।