পুঠিয়া উপজেলার বৃহত্তম গ্রাম জামিরাই প্রায় দ্বিশত বৎসরের ঐতিহ্যবাহী সালানা জালসা ও সনদ বিতরণী, আজ শুক্রবার ১৪ই ফেব্রুয়ারী ও আগামীকাল শনিবার ১৫ই ফেব্রুয়ার ২দিন ব্যাপি অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত জালসাই প্রথম দিন সভাপতিত্ব করবেন, শাইখ ইশতিয়াক বিন ইয়াহইয়া(কেন্দ্রীয় সরদার জামিরা সমাজ,অধ্যক্ষ,জামিরা ফাইজি আম দারুল উলুম মাদরাসা)
প্রথম দিনের প্রধান অতিথি,
অধ্যাপক শাইখ ড. আবদুল্লাহ ফারুক (সভাপতি,বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস)
প্রথম দিনের আলোচকবৃন্দ,
শাইখ প্রফেসর ড.আহমাদুল্লাহ ত্রিশালী (সহ-সভাপতি,বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস কেন্দ্রীয় কমিটি)
মাও. আমির হোসাইন বিন আ.সামাদ (ইমাম ও খতিব শরিফপুর বাজার জামে মসজিদ,জামালপুর সদর)
মাও. রফিকুল ইসলাম (খতিব,শ্যামপুর আহলে হাদীস জামে মসজিদ)
মাও. ইসমাইল বিন সিদ্দিকুর রহমান (অধ্যক্ষ,রাবেতাতুল মোহসানাত মহিলা মাদ্রাসা,নারায়ণগঞ্জ)
উক্ত জালসায় ২য় দিনের,
সহ-সভাপতি, মাও. জিয়াউর রহমান (ইমাম ও খতিব,জামিরা কেন্দ্রীয় জামে মসজিদ)
বুখারীর সমাপনী দারস দিবেন,
শাইখ ইবরাহীম বিন আব্দুল হামিদ মাদানী(সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া,যাত্রাবাড়ী,ঢাকা)
দ্বিতীয় দিনের প্রধান অতিথি,
জনাব মু.রেজাউর রহমান ( বিশিষ্ট সমাজ সেবক,জামিরা,পুঠিয়া,রাজশাহী)
দ্বিতীয় দিনের আলোচকবৃন্দ,
শাইখ ড.শহীদুল্লাহ খান মাদানী(সেক্রেটারী জেনারেল,বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস কেন্দ্রীয় কমিটি)
মাও.মু.নজরুল ইসলাম(অধ্যাপক,বাসাইল ডিগ্রী কলেজ,টাঙ্গাইল)
মাও. জোনাব আলী(অধ্যাপক,জামিরা কলেজ)
এছাড়াও আলোচনা রাখবেন,অত্র মাদরাসার সম্মানিত শিক্ষকবৃন্দ।