আজগর সালেহী, ব্যুরোচীফ চট্টগ্রাম।
হাটহাজারী প্রতিনিধি :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার জেলা যুব সম্মেলন ২০২৫ গতকাল হাটহাজারী শহীদ মিনার প্রাঙ্গণে জেলা সভাপতি মাওলানা এহসানুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যুবনেতা তাজুল ইসলাম শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা খালেদ সুলতানী, মুফতি আব্দুল আলী কারিমী, জেলা সেক্রেটারি মাওলানা এমদাদ উল্লাহ চৌধুরী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ফোরকান সিকদার, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ইসহাক, দুবাই শাখার সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ আমিনী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মাওলানা মতিউল্লাহ নূরী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক আমান উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম শাহীন বলেন, আগামীর বাংলাদেশ কল্যাণময় করার জন্য ইসলামী যুব আন্দোলনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় দাওয়াতি কাজের মাধ্যমে কাজকে আরো বেগমান করতে হবে এবং চট্টগ্রাম উত্তর জেলার প্রত্যেক যুব সমাজের কানে কানে ইসলামী যুব আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে।
বক্তব্য রাখেন, ছাত্র নেতা ওমায়ের সহ থানা-ইউনিয়ন থেকে আগত যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সদস্যগণ।
আলোচনা শেষে যুব আন্দোলনের ২০২৩-২০২৪ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতি : মাওলানা এহসান উল্লাহ চৌধুরী, সহ-সভাপতি : আব্দুল্লাহ মুহাম্মাদ আবু সাঈদ, মুফতি ইসহাক বিন ইসহাক সাধারণ সম্পাদক করে ২০২৫-২০২৬ সেশনের কমিটির নাম ঘোষণা করা হয়।