মো মনিরুল ইসলাম, জেলা প্রতিনিধি
[১২ ফেব্রুয়ারি ২০২৫খ্রি.]
পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, গাজীপুর এর সভাপতিত্বে জানুয়ারি/২০২৫খ্রি. মাসের মাসিক প্রশাসনিক ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি সভায় জানুয়ারি/২০২৫খ্রি. মাসের অপরাধ পর্যালোচনাপূর্বক গাজীপুর জেলায় অপরাধ প্রতিরোধ ও প্রতিকারের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন ছিলেন জনাব মোঃ আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), জনাব খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), জনাব আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি), জনাব মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল, জনাব লিপি রানী সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মোঃ আফজাল হোসেন খান, সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেলসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টরগণ এবং জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।