মো ওয়াদুদ, জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকৌশলী মো. হারুন অর রশীদ। এ বিষয়ে ইতোমধ্যে থানায় অভিযোগও করা হয়েছে বলেও তিনি জানান।
ট্রান্সফরমার চুরির বিষয়ে একাধিক নেসকো গ্রাহক বলেন, এটা দুঃখজনক। একটি জনবহুল এলাকার সড়ক থেকে এতো বড় একটি বিদ্যুতের ট্রান্সফরমা চুরি হয়ে যাওয়া স্বাভাবিক বিষয় নয়।
তারা জানান, কিছু দিন আগে প্রফেসরপাড়া আবাসিক এলাকা থেকে একাধিক বাসা বাড়ী থেকে বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি হয়েছে। এছাড়াও থানা থেকে তিন কিলোমিটার দূরে জুনদহ বাজার এলাকার ৫-৬টি চাউল কলের বিদ্যুতের সংযোগ লাইলের তার চুরি হয়েছে। এসব চুরির বিষয়ে পলাশবাড়ী থানাকে মৌখিকভাবে অবহিত করা হলেও কোনো প্রকার পদক্ষেপ নিতে দেখা যায়নি।
ধারাবাহিকভাবে বিদ্যুতের তার ও ট্রান্সফরমার চুরির বিষয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলি ভুট্টো বলেন, আমারা সোর্স লাগিয়েছি। অচিরেই বিদ্যুতের তার ও ট্রান্সফরমার চোরের সংঘবদ্ধ দলকে আমরা ধরতে সক্ষম হবো।