আজগর সালেহী, ব্যরোচীফ চট্টগ্রাম।
হাটহাজারী প্রতিনিধি:- চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার নতুন কমিটি গঠন করা হয়েছে।
১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) হাটহাজারীর আইএবি মিলনায়তনে আয়োজিত শূরা অধিবেশনে এ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ফোরকান সিকদার।
প্রধান অতিথি ছিলেন শ্রমিক আন্দোলনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব শরিফুল আলম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন আন্দোলনের জেলা সভাপতি মাওলানা খালেদ সুলতানী, সহসভাপতি মুফতি আব্দুল আলী কারিমী, জেলা সেক্রেটারি মাওলানা এমদাদ উল্লাহ চৌধুরী, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিক, সাবেক জেলা দায়িত্বশীল সাংবাদিক মাওলানা আসগর সালেহী, প্রবাসী দায়িত্বশীল মাওলানা তৈয়ব চৌধুরী, মাওলানা আজিজুল হক মাদানী, হাফেজ মাওলানা জামশেদ আল মোবারক, মাওলানা আমিরুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ জালাল আহমদ ও মাওলানা আব্দুল আজিজ।
শূরা অধিবেশনে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আলহাজ্ব মোহাম্মদ ফোরকান সিকদারকে সভাপতি, মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ আব্দুল খালেককে সহসভাপতি এবং মাওলানা মোহাম্মদ ইসহাককে সেক্রেটারি করে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়।