কবীর আহমেদ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
দ্বীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হলো জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন। ১২ ফেব্রুয়ারী বুধবার সরিষাবাড়ী উপজেলার রেলওয়ে ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপি'র সভাপতি ও জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের এমপি প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম। সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা বিএনপি'র আহবায়ক জনাব আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটি বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটি বিএনপি'র সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাূদক এড. মোঃ ওয়ারেছ আলী মামুন, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি'র সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব আকন্দ, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি'র জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ও কেন্দ্রীয় বিএনপি’র কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।
আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক খন্দকার আসাদুজ্জামান রুবেল , সাংগঠনিক সম্পাদক লোকমান আলী খান, জলাবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল, কেন্দ্রীয় যুবদল নেতা আনন্দ শাহ, উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল কবীর তালুকদার শাহীন প্রমুখ। সম্মেলন পরিচালনা করেন জেলা বিএনপি'র উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু।
এতে উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য প্রধান করেন। প্রধান অতিথির বক্তবে জনাব হাবিব উন নবী খান সোহেল সরিষাবাড়ীর গর্ব, বিএনপি'র প্রয়াত সফল মহাসচিব আব্দুস সালাম তালুকদারের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, " বিগত হাসিনা সরকার সাড়ে পনেরো বছরে দেশের ২৮ লক্ষ কোটি টাকা লুট করেছে। দেশের জনগনের সম্পদ ভোটাধিকার তিনি হরণ করেছিলেন। বিএনপি'র উপর বিভিন্ন মামলা হামকার মাধ্যমে অত্যাচারের স্টীম রোলার চালিয়েছে। যার ফলে তাদের ইতিহাসের লির্লজ্জ পরিণতি হয়েছে। আগামী নির্বাচনে দেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিবেন এবং তাদের মূল্যবান ভোট প্রদান করে বিএনপিকে ক্ষমতায় আনবেন"
দ্বিতীয় অধিবেশন উপজেলা কাউম্সিলরদের প্রতক্ষ সমর্থনে বিনা প্রতিদন্দ্বিতায় জনাব আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ সভাপতি ও জনাব ফরিদুল কবির তালুকদার শামীম সাধারণ সেক্রেটারী নির্বাচিত হন।