মো: ফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি।
কেন্দ্রীয় কর্মসূচির ঘোষণা অনুসারে আজ লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে জনসভা। জনসভার প্রধান অতিথি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির
সদস্য বাবু গায়ের গয়েশ্বর চন্দ্র রায় দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন।
১২ ফেব্রুয়ারি বুধবার লালমনিরহাট শহরে রেলওয়ে মুক্ত মঞ্চ মাঠে বিএনপি’র জনসভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় নির্বাহী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন এই অন্তরবর্তী সরকার সংস্কারের নামে সময় কালক্ষেপন করছেন। সংস্কার বলতে কি অনন্ত সময়কে বুঝায়। দ্রুত সময়ের মধ্যে যেন জাতীয় নির্বাচন দেন এই অন্তর্বর্তী সরকার। তিনি আরো বলেন সরকার একটি দলকে ঘোষণা দিয়ে তাদের পক্ষে অবস্থা নিয়ে বৈষম্যহীন আচরণ করছেন, সে দলকে রাজনৈতিক থাকবে এগিয়ে রাখার চেষ্টা করছেন তিনি এর তীব্র প্রতিবাদ জানান।
৫ ই আগস্ট শেখ হাসিনার পতন হওয়ার পিছনে জাতীয়তাবাদী দল বিএনপির অবদান ছিল অনেক বেশী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন করেন লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি ও রংপুর বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে বিএনপি নেতা কর্মী উপস্থিত ছিলেন।