গাইবান্ধা জেলা বিশেষ প্রতিনিধ
মোঃরুবেল মিয়া
গাইবান্ধা জেলার পলাশবাড়ীর গাইবান্ধা রোডে সহকারী পুলিশ কমিশনার সি সার্কেল অফিস সম্মুখে হইতে ১১ই ফেব্রুয়ারি দিবাগত রাত অনুমানিক ৩ঘটিকায়
৬ লক্ষ টাকার মূল্য ২৫০ কেভি বিদ্যুতের ট্রান্সফর্মার চুরি হয়েছে।
চুরির বিষয় নিশ্চিত করেছে পলাশবাড়ী নেসকো আবাসিক প্রকৌশলী মোঃহারুন আর রশিদ ইতিমধ্য থানায় অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান।
ট্রান্সফরমার পুরীর বিষয়ে একাধিক নেস্কো গ্রাহক বলেন এটা দুঃখজনক একটি জনবহুল এলাকায় চলমান সড়ক হতে এত বড় একটি বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়া স্বাভাবিক কিছু নয় বেশ কিছুদিন আগে প্রফেসর পাড়া গৃদারীপুর হাজীপাড়া সহ একাধিক আবাসিক এলাকা হতে বাসা বাড়ি সার্বিক লাইনে তার চুরি হয়েছে এছাড়া প্রতিদি থানা হতে কিলোমিটার দূরে জিন্দাবাদ এলাকা হতে পাস হয়তো চাউল কলের বিদ্যুতের সংযোগ লাইন তার চুল সংঘটিত হয়েছে।
এসব চুরির বিষয়পলাশবাড়ী থানা মৌখিক ধারাবাহিক জবাবে বিদ্যুতের তার ট্রান্সফরমার চুরির বিষয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃজুলফিকার আলী ভুট্টো বলেন আমরা সোর্ষে লাগিয়েছি অচিরে বিদ্যুতের তার ও ট্রান্সফরমার চোর কে শঙ্খবদ্ধ ভাবে দলকে আমরা ধরতে সক্ষম হব।