গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ আব্দুল ওয়াদুদ সরকার ।
পলাশবাড়ীতে অধিকরণ কৃত জনি দখলের অভিযোগ কলেজ শিক্ষকের বিরুদ্ধে ।
পলাশবাড়ীতে ঢাকা রংপুর মহাসড়ক ছাড়লেন উন্নতিকরনের
সরকারিভাবে অধিকরণ কৃত নিতে ইটের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে জলিল মন্ডল নামে শিক্ষকের বিরুদ্ধে ।
অভিযোগ সূত্রে জানা যায় ঢাকার রংপুর মহাসড়কের পলাশবাড়ী পৌরসভার ঢাকা কোচ স্ট্যান্ড জামালপুর গ্রামের মৃত ঈমান উদ্দিন মন্ডল এর ছেলে কলেজ শিক্ষকজলিলের মন্ডলের জমি অধিগ্রহণ করা হয় । ফলে সেখানে আরো কোন জমিও নেই তার বর্তমানে অভিযুক্ত জলিল মণ্ডল অবৈধ ক্ষমতা বলে বেআইনিভাবে ইটের ঘর নির্মাণ করে । দখল করেছেন ফলে পার্শ্ববর্তী ব্যবসায়ীদের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে ।