কবীর আহমেদ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ১০ ফেব্রুয়ারী সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলায় সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং, সড়ক নিরাপত্তা, সাইবার অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ সময় আলোচনা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল। উক্ত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) লিজা রিছিল, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়া, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা শায়লা নাজনীন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।