আজগর সালেহী, ব্যুরোচীফ চট্টগ্রাম।
দীর্ঘ অপেক্ষার পর ন্যায়বিচারের স্বাদ পেলেন তিন সরকারি কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের আমলে স্বেচ্ছায় অবসরে পাঠানো তিন সচিবকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দিয়ে পুনর্বহাল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
পুনর্বহাল হওয়া তিন কর্মকর্তা হলেন—আলহাজ মোহাম্মদ গোলাম হোসেন, জনাব মেজবাহ উদ্দিন এবং জনাব শওকত আকবর। এদের সবাই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। গোলাম হোসেনের বাড়ি সুন্দরপুর গ্রামে, আর মেজবাহ উদ্দিন ও শওকত আকবরের বাড়ি নারায়ণহাট এলাকায়।
ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়ে এ ধরনের অসংখ্য সরকারি কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছিলেন। অনেকেই পেশাগত জীবনে বৈষম্যের শিকার হন। দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের প্রত্যাশায় থাকা তিন সচিব পুনরায় চাকরিতে ফিরে আসার পর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তাদের পুনর্বহালের খবর এলাকায় পৌঁছালে আনন্দের বন্যা বয়ে যায়। সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ তাদের শুভেচ্ছা জানান। অনেকে এটিকে "সততার পুরস্কার" এবং "জুলুমের অবসান" বলে আখ্যায়িত করেছেন।
এ নিয়ে এলাকাবাসীর মধ্যে এক ধরনের নতুন আশার সঞ্চার হয়েছে। তারা বিশ্বাস করেন, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে সমাজে সুশাসন ও নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থা টিকে থাকবে।