মোঃ সৈকত হোসেন (নেত্রকোনা) প্রতিনিধি
গতকাল রবিবার ৯ফেব্রুয়ারি ২০২৫ ইং দিবাগত রাতে পূর্বধলা উপজেলা ও ময়মনসিংহ বিভাগীয় শহরে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক কৃতরা হলেন,পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুকান্ত চন্দ্র সরকার রঞ্জন (৪০) উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সায়েম এম রিয়াদ (২২),
উপজেলা যুবলীগের সাবেক
যুগ্ম আহবায়ক মিজানুর রহমান
মজিবর (৪২) ও উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ৮নং
ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসমত উল্লাহ (৩৪)।
ময়মনসিংহ সদর কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলাম খান জানান,রবিবার দিবাগত রাত সাড়ে ৯ ঘটিকার দিকে কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে ময়মনসিংহ বিভাগীয় শহরের মৃত্যুঞ্জয় স্কুলের পাশে একটি বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সায়েম এম রিয়াদ ও যুবলীগ নেতা মিজানুর রহমান মজিবরকে আটক করা হয়।
অপরদিকে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ পূর্বধলা উপজেলার দৈনিক দিনকালের প্রতিনিধি মোঃ আল ইমরানকে জানান, রবিবার দিবাগত রাত ২আড়াইটার দিকে পূর্বধলা থানা পুলিশ উপজেলা সদরে ও উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের লাউয়ারি চড়পাড়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সুকান্ত চন্দ্ৰ সরকার রঞ্জন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসমত উল্লাহকে আটক করে।
আটক কৃতরা পূর্বধলা থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক মামলার সন্ধিগ্ধ আসামি ছিল।
আজ সোমবার আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।