যৌথ বাহিনীর অভিযানে আজ রাতে গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ি গ্রামে মরহুম যুবলীগ নেতা খাইরুল ইসলাম মিলনের বাসা থেকে সিরাজগঞ্জর সাবেক এমপি তেপান্তরের মালিক চয়ন ইসলাম কে শ্রীপুর থানা পুলিশ গ্রেফতার করে।এ ছাড়াও গাজীপুর সদর থানার অভিযানে সেচ্ছাসেবক লীগের জেলা সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান ও তালগাছিয়া বাজার আ. লীগ নেতা রাজু মন্ডল সহ ফ্যাসিস্ট হাসিনার নেতাকর্মীরা। তবে গাজীপুর সদর থানার ভাওয়ালগড় ইউনিয়নের নতুন বাজার, বাঘের বাজার, তালগাছিয়া বাজার, মাটির মসজিদ,গেশুর মোড়,পাঁচ পীর, মেম্বার বাড়ি,ভবানীপুর, হোতাপাড়া, মনিপুর সহ অন্যান্ন গ্রাম মহল্লায় এখন ও বাকি আছে ফ্যাসিস্ট খুনি হাসিনার নেতাকর্মী ও সমর্থকরা।
গ্রেফতারকৃত নাশকতাকারীদের উপযুক্ত বিচার ও এলাকায় প্রকাশ্যে গুরে বেড়ানো ফ্যাসিস্ট খুনি হাসিনার পেত-আত্নাদের দ্রুত গ্রেফতারের দাবী সরবস্তরের জনগন ও ছাত্র সম্মনয়কদের