মোঃ রুবেল মিয়া-ময়মনসিংহ জেলা প্রতিনিধি।
পরাণগন্জ বাজার,ময়মনসিংহ সদর ব্যবসায়ীদের উদ্যোগে ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ রোজ বুধবার স্থান পরানগঞ্জ বাজার সময় বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত।উক্ত মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন পীরে কামেল,শাইখুল হাদীস আল্লামা আশেকে মোস্তফা সাহেব দা.বা. লতিফপুর,গাজীপুর।সহ-সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি এনামুল হাসান সাহেব দা.বা. মুহতামিম,জামিয়া আরাবিয়া বাসুয়া কবিরপুর মাদ্রাসা,ফুলপুর,মোমেনশাহী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা ইয়াহইয়া মাহমুদ সাহেব দা. বা. মুহতামিম ও শাইখুল হাদিস,জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুরা ঢাকা।বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি ওয়ালীউল্লাহ সাহেব দা.বা. সিনিয়র মুহাদ্দিস,জামিয়া কারিমিয়া আরাবিয়া রামপুরা,ঢাকা।আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে হযরত মাওলানা সফির উদ্দিন সাহেব দা.বা. সাবেক মুহতামিম,জামিয়া আরাবিয়া বাসুয়া কবিরপুর মাদ্রাসা,ফুলপুর,মোমেনশাহী পীরে কামেল আল্লামা মুফতী মাহবুবুল্লাহ কাসেমী সাহেব দা.বা. মতাওয়াল খানকায়ে হোসাইনিয়া মাদানিয়া,মধ্য বাড়েরা,ময়মনসিংহ হযরত মাওলানা মোজাম্মেল হক আকন্দ সাহেব দা.বা. প্রধান মহাদ্দিস,মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদ্রাসা, মুক্তাগাছা,ময়মনসিংহ হযরত মাওলানা মুফতী বদরুল আলম সাহেব দা.বা. শিক্ষা সচিব,জামিয়া মাহমুদিয়া চর খরিচা,সদর,মোমেনশাহী হযরত মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান সাহেব দা.বা. ইমাম ও খতীব,লাখোহাটি কেন্দ্রীয় জামে মসজিদ,হোসেনপুর,কিশোরগঞ্জ।আরোও স্থানীয় উলামায়ে কেরাম কুরআন ও সুন্নাহের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।ইসলামী নাশিদ পরিবেশনায় জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ইসলামী সংগীত শিল্পী খন্দকার হারুন অর রশিদ,মুক্তাগাছা এবং মুক্তকণ্ঠ শিল্পী গোষ্ঠীর আব্দুল্লাহ আল নোমান।আপনারা সবান্ধব আমন্ত্রিত।
প্রয়োজন যোগাযোগ ০১৭১১-৪৪১৪৯৫ ।সার্বিক সহযোগিতায়,পরানগঞ্জ বাজারের সকল ব্যবসায়ী বৃন্দ।