সাংবাদিক। ফদির আহমেদ।
হাইমচর উপজেলা ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়নে জনতাবাজার সংলগ্ন ঐতিহ্য বাহি নীলকমল উচ্চবিদ্যালয়ে চলছে নতুন ভোটারদের পিংগার সহ ভোটার হওয়ার রেজিস্ট্রার। নতুন ভোটার হচ্ছেন তরুন, তরুণী, বৃদ্ধ বয়স্ক, হিন্দু, মুসলিম সহ নাগরিকগন ভোটার হতেপেরে তাদের আগ্রহ প্রকাশ করেছেন ভোটাররা জেন এইভাবে সান্তি সৃংখলাভাবে সামনের নির্বাচনে ভোটাধিকার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারেন। জনগনের পাশে ছিলেন ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের ৩ বারের চেয়ারম্যান জনাব, সরদার আঃজলিল মাস্টার জনগনের প্রহরী এভাবে ই জনসেবায় নিজেকে বিলিয়েদেন। দল মত নির্বিশেষে হাইমচরে চেয়ারম্যান হিসাবে জনগনের পাশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপস্থিত হয়ে জনগনের কাছে প্রসংশায় ভাসছেন তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যতদিন দায়িত্বে আছেন জনগনের পাশে জনগনের উপকারে সর্বদা স চেস্ট থাকবেন।