আজগর সালেহী, ব্যুরোচীফ চট্টগ্রাম।
বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া ও চট্টগ্রাম শহরের অত্যন্ত হতদরিদ্র ২০০ পরিবারের মাঝে নগদ ২০,০০০ টাকা করে মোট ৪০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে আল মানাহিল ফাউন্ডেশন।
নগদ অর্থ সহায়তা পাওয়ায় সুবিধাভোগী পরিবারগুলো তাদের প্রয়োজন অনুযায়ী জরুরি চাহিদা পূরণ করতে পারবে। দারিদ্র্যপীড়িত মানুষদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আল মানাহিল ফাউন্ডেশন পূর্বের ধারাবাহিকতায় এবারও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা, বিশিষ্ট আলেমে দ্বীন ড. আ ফ ম খালিদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী জনাব মুহাম্মদ হাসান আলী। এছাড়া, আল মানাহিল ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান জনাব মাওলানা হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন এবং ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জনাব মাওলানা ফরিদ উদ্দিন বিন জমির উদ্দিনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।