মোঃরাসেল উপজেলা প্রতিনিধি
ঘটনার দীর্ঘ ১৬ বছর পর বান্দরবানের আওয়ামী লীগ নেতা , নানা অভিযোগে অভিযুক্ত ও বিতর্কিত কাজী মুজিব সহ ১৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে। গত সোমবার এ অভিযোগ করেন ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসাইন জিসান।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসাইন জিসানের পিতা কাজী মহিতুল হোসাইন যত্নকে ২০০৯ সালের ৩ সেপ্টেম্বর জনাব তারেক রহমানের কারামুক্তি দিবসের একটি সভা শেষে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করেন।
মামলার প্রধান আসামিরা হলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে কেন্দ্রীয় সড়ক পরিবহন শ্রমিক লীগের সহসভাপতি কাজী মো. মজিবুর রহমান ওরফে কাজী মুজিব ও তার ছোট ভাই বান্দরবান পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।
মামলার অন্য আসামিরা হলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মো. মনিরুল ইসলাম, মো. নুরুল আফছার, মো. জসীম উদ্দিন, মাসুদ রানা, নাজিম উদ্দিন, সজল দাশ, কবির মাঝি, সামসুল হক সামু মাঝি, কবির সওদাগর ও রাজিব দাশ। কাজী মুজিব সহ ১৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে। গত সোমবার এ অভিযোগ করেন ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসাইন জিসান।