মোহাম্মদ আলমগীর উপজেলা প্রতিনিধি টেকনাফ
কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল-ইসলামিয়া টেকনাফের ১৪৪৫-৪৬ হিজরী সনে সমাপনী ছাত্রদের বিদায় ও বোর্ড পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকা প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান
শাইখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ হামজা সাহেব
মহাসচিব আঞ্জুমান ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ (কাওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড চট্টগ্রাম) ৷
বিশিষ্ট ওয়ায়েজ খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক সাহেব কুয়াকাটা
প্রতিষ্ঠাতা মুহতামিম জামিয়া তা'লীমিয়া ঢাকা ৷
অনুষ্ঠান পরিচালনা করেন
অত্র জামিয়ার মুহতামিম আল্লামা মুফতি কিফায়তুল্লাহ শফিক
সমাপনী ছাত্রদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করেন আঞ্জুমান ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মাননীয় মহাসচিব শাইখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ হামজা সাহেব
১৪৪৪-৪৫ হিজরী সনে যারা আঞ্জুমান ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের শিক্ষা বোর্ডে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে উক্ত উত্তীর্ণছাত্রদের মাঝে উক্ত বোর্ডের মান্যবর মহাসচিব পুরস্কার বিতরন করেন৷
পুরস্কারপ্রাপ্ত ছাত্রদের নাম ও পিতা এবং জামাত
(১) মোহাম্মদ রিয়াজউদ্দীন পিতা:আব্দুল গনী (জামাত চাহারুম)
(২)মোহাম্মদ আরফাত পিতা:নুর হোসাইন (জামাত শশুম)
(৩)মোহাম্মদ আনোয়ার পিতা:আবুল কালাম (জামাত হাস্তুম)
(৪)মোহাম্মদ শাহেদ পিতা: ছৈয়দ হোসাইন (জামাত হাস্তুম)
(৫)মোহাম্মদ কায়ছার পিতা: নবী হুসাইন (জামাত হাস্তুম)
(৬)মোহাম্মদ রিয়াজউদ্দীন পিতা:মোহাম্মদ ইলিয়াছ (জামাত হাস্তুম)
১৪৪৫-৪৬ হিজরী সনে যারা দাওরায়ে হাদিস শেষ করেছে তাদের জন্য জামিয়া কর্তৃপক্ষ বিদায়ী অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে শারীরিকভাবে বিদায় দেওয়া হয়েছে বলে জানান অত্র প্রতিষ্ঠানের মুহতামিম সাহেব
সব শেষে মোনাজাত করে উক্ত অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন
মোনাজাত পরিচালনা করেন আঞ্জুমান ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মাননীয় মহাসচিব শাইখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ হামজা সাহেব ৷