সাংবাদিক ফরিদ আহমেদ, হাইমচর, চাঁদপুর
হাইমচরে উপজেলা সংলগ্ন আলআমিন মহিলা মাদরাসায় আজ ৩১ জানুয়ারী, ২০২৫ সকাল ৭.০০ টায় শহীদিকাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠান অত্যান্ত মনরম পরিবেশে সু শৃংখলভাবে সম্পন্ন হয় উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন জনাব, মোঃ হারুন অর রশিদ সাহেব। ( সহ- সেক্রেটারি, চাঁদপুর জেলা সাখা ) জনাব, আবুলহোসেন সাহেব ( আমির হাইমচর উপজেলা) জনাব, জসিমউদদীন বাহার ( সেক্রেটারি উপজেলা হাইমচর) জনাব, মোঃ জাফর আহম্মদ সহ- সেক্রেটারি হাইমচর উপজেলা সাখা। হাফেজ আহমদ ( সভাপতি - দক্ষিণ আলগী ইউনিয়ন হাইমচর) জনাব, হাফেজ আহাম্মদ ( সভাপতি - শ্রমিক কল্যান ফেডারেশন হাইমচর সাখা) সম্মানিত, আমির জনাব, ওমর ফারুক ২নং উত্তর আলগী ইউনিয়ন, হামচর উপজেলা। আলমামুন ( সেক্রেটারি ২নং উত্তর আলগী ইউনিয়ন, হাইমচর,চাদপুর।) হাইমচর উপজেলার বিভিন্ন সাখার ওয়ার্ড ইউনিট সভাপতি/ সেক্রেটারি বৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশনে দাওয়াতি কাজের মাধ্যমে ইালাম প্রচারে একনিষ্ঠ ভুমিকা রাখার আহ্বান জানিয়ে আগামীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, জমিন জার আইন চলবে তার সকলকে দাওয়াতদিয়ে মুলতবি ঘোষণা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুলহোসেন সাহেব।