জয়নব আক্তার, জেলা প্রতিনিধি নেত্রকোনা
বাঙালি ভোজন রসিক। শীত এলেই ঘরে ঘরে ধুম পড়ে যায় পিঠা বানানোর। আর রাস্তা ঘাটে তো নানা ধরনের পিঠা তৈরী করে বিক্রি করেন অনেকেই ।
নেএকোনা সরকারি কলেজের ১লা ও ২ই ফেব্রুয়ারী দুই দিন ব্যাপী আয়োজন করেছে পিঠার উৎসব এবং নাম দিয়েছে তারূণ্যের উৎসব।এতে অংশগ্রহণ করেছে কলেজের শিক্ষার্থীরা।তারা নিজেদেরকে হাতে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে, কলেজ প্রাঙ্গণে স্টলে প্রদর্শন এবং বিক্রয় করে।
বাংলা বিভাগের শিক্ষর্থীরা তাদের স্টলটি সাজিয়ে ছিল ভিন্নভাবে যা ছিল দৃষ্টিনন্দন।
পিঠা উৎসবে প্রথম হয়েছে বাংলা বিভাগ, দ্বিতীয় হিসাববিজ্ঞান বিভাগ ও তৃতীয় রসায়ন বিভাগ।
শহরের বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ এসেছিল এই তারুণ্যের উৎসবে।