মো: ফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি।
লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় রতন ব্যাপারী (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।
এর আগে বুধবার রাতে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি থেকে রতনকে গ্রেপ্তার করে পুলিশ। রতন ব্যাপারী বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়া গ্রামের বাদল ব্যাপারীর ছেলে। তাঁর বিরুদ্ধে সারা দেশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, অস্ত্র ও মাদক আইনে ১৪টি মামলা রয়েছে।