বি,এম ফরিদ। হাইমচর প্রতিনিধি।
হাইমচরে, জনতাবাজার ভাই বন্ধু যুব সংঘের আয়োজনে আঃ জলিল আখনের সভাপতিত্বে, ২০২৪ এর ৫ ই আগস্টে শহীদ দের স্বরনে দিবা- রাত্রি মিনি ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্ভোদন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, সরদার আঃ জলিল মাস্টার । আরো উপস্থিত ছিলেন জনাব, মোঃ বাদল পাটওয়ারী। জয়নালআবেদিন জুয়েল। জনাব, নজরুল ইসলাম রুবেল ( প্রভাষক আলগীবাজার সিনিয়র আলেম মাদরাসা) জাকির হোসেন মিজি। নুরুল হক মাতাব্বর, ইসমাইল হোসেন সৈয়সল, জনাব, আঃ রহমান আখন, সোহাগ আখন, আবুলকালাম আখন প্রমুখ সমাজের সচেতন নগরিকবৃন্দ। ইসলামি শরীয়ামতে শহীদের স্বরনে টুর্নামেন্ট সহ এধরনের অনুষ্ঠানকে নিয়ে আলেমদের রয়েছে ভিন্ন মতামত তারপরে ও চলছে সমাজে সামাজিক আলোড়ন সচেতনের নামে শহীদদের নামে এসব খেলা দুলার আয়োজন প্রশ্নথেকে ই যায়। ভবিষ্যৎ প্রজন্ম এবিষয়ে উদ্ভিগ্ন।